Logo
Logo
×

অন্যান্য সংবাদ

যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনারকে তারেক রহমানের অভিনন্দন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০১:৩১ এএম

যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনারকে তারেক রহমানের অভিনন্দন

যুক্তরাজ্যের নতুন উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় লেবার পার্টির বামধারার রাজনীতিবিদ অ্যাঞ্জেলা রেনারকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তাকে অভিনন্দন জানান তারেক রহমান। 

ওই পোস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আপনি যুক্তরাজ্যজুড়ে বাংলাদেশি সম্প্রদায়ের একজন সত্যিকারের বন্ধু ছিলেন। শুভকামনা। আমি আশা করি আপনি ব্রিটিশ বাংলাদেশিদের সমর্থন অব্যাহত রাখবেন।

এর আগে যুক্তরাজ্যে সংসদীয় নির্বাচনে বিজয়ী লেবার পার্টির কিয়ার স্টারমারকে অভিনন্দন জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত শুক্রবার (৫ জুলাই) তারেক রহমান তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক টুইটে এই অভিনন্দন জানান। 

টুইটে তারেক রহমান এই বিজয়কে কিয়ার স্টারমারের ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে উল্লেখ করেন। টুইটে তারেক রহমান বলেন,  ‘যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আপনার মঙ্গল কামনা করি। এবং আশা করি বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য যুক্তরাজ্যের হয়ে সোচ্চার ভূমিকা রাখবেন।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন