Logo
Logo
×

অন্যান্য সংবাদ

কেন্দ্রীয় কারাগারে গভীর রাতে হাজতি অসুস্থ, ঢামেকে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ১১:৫৮ এএম

কেন্দ্রীয় কারাগারে গভীর রাতে হাজতি অসুস্থ, ঢামেকে মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে সৈয়দ  আলম (৫০ বছর) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) দিনগত রাত বারোটার দিকে কেন্দ্রীয় কারাগারের তিনি অসুস্থ হয়ে পড়লে কারা প্রতিপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দিনগত রাত দেড়টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত হাজতিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মোহাম্মদ সুজন মিয়া  বলেন, রাতের দিকে হাজতি সৈয়দ আলম কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। 

তিনি আরও বলেন, তিনি কোন মামলায় হাজত বাস করেছেন সেটা আমাদের জানা নাই।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, হাজতি সৈয়দ আলমের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের  মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন