Logo
Logo
×

অন্যান্য সংবাদ

সৌদি আরবের সড়কে তিন প্রবাসী কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ১০:১৪ পিএম

সৌদি আরবের সড়কে তিন প্রবাসী কর্মী নিহত

সৌদি আরবের আফিফ শহরে সড়ক দুর্ঘটনায় তিন রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে তাদের পরিবার প্রাণহানির খবর পায়। তাদের সবার বাড়ি চাঁদপুরে।

স্বজনরা জানান, বৃহস্পতিবার সারাদিন কাজ শেষে চাঁদপুরের তিন রেমিট্যান্স যোদ্ধা বাসায় যাওয়ার পথে আফিফ শহরের বিশ্ব রোডে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চাঁদপুরের হাইমচরের কমলাপুর গ্রামের রিফাত ও দক্ষিণ আলগী গ্রামের সাব্বির এবং ফরিদগঞ্জের কনট্রেকটার সবুজ হোসেন প্রাণ হারান।

শুক্রবার সকালে তাদের বাড়ীতে গিয়ে দেখা যায় কান্না-কাটি। চার বছর আগে সৌদি আরব যাওয়া রিফাত ঈদের পর দেশে আসার কথা ছিল। তার বাবা দেলোয়ার হোসেন বলেন, ছেলে দেশে আসার কথা। নতুন আকামা করবে। কত স্বপ্ন ছিল।  সব শেষ হয়ে গেলো।

রিফাতের খালাতো ভাই সাব্বির হোসেন। তারা কনট্রাকটর সবুজ হোসেনের সাথে কনস্ট্রাকশনের কাজ করতেন।

সাব্বিরের বাবা ইসমাইল হোসেন বলেন,  কোন টাকা পয়সা চাই না। ছেলেটারে দেখতে চাই। নিজের হাতে দাফন করবো।

মাত্র দুই সপ্তাহ আগে স্ত্রী ও দুই কন্যা সন্তানকে সৌদি আরবে নেন সবুজ হোসেন। নিজেই গাড়ি চালিয়ে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় পড়েন। তার বাড়ী ফরিদগঞ্জ উপজেলার ১২ নং পশ্চিম চরদুখিয়া ইউনিয়নের পশ্চিম বিশ কাটাখালী গ্রামে। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন