Logo
Logo
×

অন্যান্য সংবাদ

খ্রিস্টান রাষ্ট্র ও বিমান ঘাঁটি স্থাপনের দাবি নাকচ করলেন লু

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৭:৪১ পিএম

খ্রিস্টান রাষ্ট্র ও বিমান ঘাঁটি স্থাপনের দাবি নাকচ করলেন লু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে এক বক্তব্যে দাবি করেছিলেন, পূর্ব তিমুরের মতো বাংলাদেশ ও মিয়ানমারের কিছু অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র ও বিমানঘাটি প্রতিষ্ঠার ষড়যন্ত্র হচ্ছে। তিনি সরাসরি কোনো দেশের নাম না বললেও যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে ‘সাদা চামড়া’র কথা বলেছিলেন।

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই দাবিকে নাকচ করে দিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বুধবার মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে সাথে এক সাক্ষাত্কারে লু বলেন, এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করে। 

লু বাংলাদেশে একটি বিমান ঘাঁটি স্থাপনে আগ্রহ প্রকাশের অভিযোগও নাকচ করে দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সামনের দিকে তাকাতে চায়, তারা পিছনে ফিরে তাকাতে চান না।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন