নিরাপত্তা বিশেষজ্ঞ আব্দুর রশীদ মারা গেছেন
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও নিরাপত্তা বিশেষজ্ঞ আব্দুর রশীদ মারা গেছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭০ বছর।
আব্দুর রশীদ স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গিয়েছেন। আজ বাদ জুমা মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং আর্মি কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
পরিবারের সদস্যরা জানান, গত দুমাস ধরে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন আব্দুর রশীদ। এর আগে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখান থেকে দেশে ফেরার পর তার স্বাস্থ্যের অবনতি ঘটলে সিএমএইচে ভর্তি করা হয়েছিল।
আব্দুর রশীদ দেশের টেলিভিশন চ্যানেলগুলোর অত্যন্ত পরিচিত মুখ। পাশাপাশি বিভিন্ন সংবাদপত্রে তিনি নিয়মিত কলাম লিখতেন। লেখা, বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে তিনি আওয়ামী লীগ ও সরকারকে সব সময় সমর্থন জুগিয়েছেন।