চীনে ড্রাগন বোট ফেস্টিভ্যাল সম্প্রতি কেন এত গুরুত্ব পাচ্ছে

কালের বিবর্তনে নান্দনিক রূপ পেয়েছে চীনের নৌকাবাইচ। ড্রাগন বোট ফেস্টিভ্যাল উদযাপন করার জন্য গত ৮ জুন চীনজুড়ে নৌকাবাইচ আয়োজন করা হয়। অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান তো ছিলই। ছবিতে পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের নানজিং শহরে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বিভিন্ন দল।
১৯৪৯ সালে চীনা কমিউনিস্ট পার্টি নতুন মহাচীনের নেতৃত্ব দেওয়া শুরু করলেও সে সময় ড্রাগন বোট ফেস্টিভ্যালকে প্রাধান্য দেয়নি। ছুটি তো নয়ই। সাম্প্রতিক বছরগুলোতে প্রেসিডেন্ট শি জিনপিং চীনকে নিয়ে নতুন করে ভাবতে থাকেন। তিনি ড্রাগন বোট ফেস্টিভ্যালকে বিশেষ তাৎপর্য দিয়ে হাজির করেন। ২০১৬ সাল থেকে এটিও একটি জাতীয় উৎসব হিসেবে উদযাপন শুরু করে কমিউনিস্টদের ‘গণপ্রজাতন্ত্রী চীন’। ছবিতে পূর্ব চীনের আনহুই প্রদেশের হুয়াংশান সিটি।
প্রতি চন্দ্রবর্ষের পঞ্চম মাসের পঞ্চম দিনে হয় ড্রাগন বোট উৎসব। উৎসবে কবি কু ইউয়ানকে স্মরণ করা হয়। প্রেসিডেন্ট শি তাকে ‘বীর’ আখ্যায়িত করেন।
কু ইউয়ান প্রাচীন চু রাজ্যের মন্ত্রী ছিলেন। তিনি বিদ্রোহী কিন রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধের কথা বলে রাজার বিরাগভাজন হন। তাকে নির্বাসনে যেতে হয়। ২৭৮ খ্রিস্টপূর্বাব্দে চুর রাজধানী দখলের খবর শুনে কু ইউয়ান পানিতে ডুবে আত্মহত্যা করেন।
চীনা নেতৃত্ব সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে, তারা ভবিষ্যতের সমৃদ্ধ চীনের জন্য বীর সৃষ্টি করবে, যারা আত্মত্যাগে দ্বিধা করবে না, যারা গড়ে তুলবে মহাচীন। সে জন্য চীন এখন যথেষ্ট প্রস্তুত বলে বিশেষজ্ঞরা মনে করেন। তাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের নান্দনিকতা তা ভালোই প্রমাণ করে। ছবিতে ফুজিয়ান প্রদেশের ফুঝো শহর।
দক্ষিণ-পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের ফুঝো শহর
দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের আবা তিব্বত-কিয়াংয়ের রুওরগাই কাউন্টিতে হলুদ নদীর জিগজ্যাগ জলধারার দৃশ্য উপভোগ করেন পর্যটকেরা। ড্রাগন বোট ফেস্টিভ্যালের তিন দিনের ছুটিতে।