Logo
Logo
×

অন্যান্য সংবাদ

বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধ করল মালদ্বীপ

Icon

ইউএনবি

প্রকাশ: ২৪ মে ২০২৪, ১০:৩২ পিএম

বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধ করল মালদ্বীপ

বাংলাদেশি কর্মীদের ভিসা দেওয়া বন্ধ করেছে মালদ্বীপ। অনুমোদিত নিয়োগকর্তার বাইরে দেশটিতে কাজ করার সুযোগ নেই। এ আইন ভঙ্গ করার কারণে বেশ কিছু অদক্ষ কর্মীকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

মালদ্বীপের মালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। কোটা বাড়ানো ও ভিসা চালু করতে হাইকমিশন চেষ্টা করছে বলে জানানো হয়েছে। 

হাইকমিশন জানায়, মালদ্বীপের বর্তমান আইন অনুযায়ী এক দেশ থেকে এক লাখ কর্মী কাজ করতে পারেন। সে অনুযায়ী মালদ্বীপ সরকার বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক ভিসা দেওয়া বন্ধ রেখেছে।

তবে হাইকমিশন এই কোটা বাড়াতে ও আবার ভিসা চালু করতে চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানানো হয়।

হাইকমিশন জানিয়েছে, ফ্রি ভিসা বলতে কিছু নেই। যে কর্মী যে কোম্পানির ভিসা পেয়েছেন তাকে সেখানে কাজ করতে হবে। এই আইন ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং যেকোনো সময় গ্রেপ্তার করে দেশে পাঠানো হতে পারে।

ইতোমধ্যে বাংলাদেশের বেশ কিছু অদক্ষ শ্রমিককে এ কারণে গ্রেপ্তার করে দেশে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এজন্য যারা দেশটিতে কাজ করছেন এবং ভবিষ্যতে কাজের জন্য সেখানে যাবেন তাদের সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন