বিশ্বের প্রথম শুধুই ড্রোন বহনকারী রণতরী চালু করল চীন

বিশ্বের প্রথম শুধুই ড্রোন বহনকারী রণতরী চালু করল চীন। এর মধ্য দিয়ে নৌশক্তিতে নাটকীয় পরিবর্তনের আভাস দিল দেশটি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে ড্রোন ব্যবহারে নিজেদের এগিয়ে নিল।
সংবাদমাধ্যম নেভাল নিউজের বরাত দিয়ে এশিয়া টাইমস জানায়, ইয়াংজি নদীতীরের জিয়াংশু দায়াং মেরিন শিপইয়ার্ডে শুধুই ড্রোন বহন করার রণতরীটি তৈরি করেছে চীন। সাধারণত অন্যান্য বিমানবাহী রণতরীর চেয়ে এটি আকারে কিছুটা ছোট এবং লম্বায় কিছূটা কম। তবে চওড়ায় বেশি।
এ ছাড়া চীন এরই মধ্যে কয়েকটি উচ্চ প্রযুক্তির বার্জ এবং দুটি বড় ড্রোন মাদারশিপ তৈরি করেছে ওই শিপইয়ার্ডে। নেভাল নিউজ জানায়, চীন এই রণতরী থেকে খুব কম খরচে ড্রোন পরিচালনা করতে পারবে।