Logo
Logo
×

অভিমত

আমাদের জীবনের সেরা বছর, নতুনটা আরো ভালো হোক

Icon

আহমেদ খিজির

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১১:৩৪ এএম

আমাদের জীবনের সেরা বছর, নতুনটা আরো ভালো হোক

ভ্লাদিমির লেনিন বলেছিলেন, ইতিহাসে কোন কোন সময় কয়েক দশকে কিছু হয় না, আবার কয়েক সপ্তাহে দশক ঘটে যায়। রুশ বিপ্লবের এই নায়ক নিজের জীবনের অভিজ্ঞতা দিয়েই বলেছিলেন। আমরা যারা ২০২৪ সালে বাংলাদেশে ছিলাম, উত্তাল জুলাই নিজ চোখে দেখেছি, আমরা সেই অনুভূতি বুঝতে পারি। 

মানুষ বড় অদ্ভুত প্রাণী। তাঁর জীবন তাঁর কাছে সবচেয়ে প্রিয়, অথচ কিছু কিছু সময় সে অকাতরে এই জীবন বিলিয়ে দেয় আরো বড় কিছু পাবার আশায়। সেই বড় কিছুর মাঝে আছে জাতির মুক্তি। এই অকাতরে জীবন আমরা দিতে দেখেছি জুলাই মাসে। একটা বঞ্চিত, শোষিত, অপমানিত জাতি জীবনকে তুচ্ছ করে দেশের সম্মান আর মুক্তি আনতে চেয়েছিলো। মানুষ এই অবস্থায় চলে গেলে, একতায় ভর করলে, তা রোখা যায় না। 

আমরা যারা ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর দেখিনি, কেবল বইয়ে পড়েছি, বড়দের কাছে শুনেছি, তাঁরা টের পেয়েছিলাম আগষ্টের ৫ তারিখ। সেদিন আমরা জান হাতে নিয়ে বের হয়েছিলাম, চে গেভেরার ভাষায় বলেছিলাম, মৃত্যু অথবা মাতৃভূমি। আমাদের অনেক সহযোদ্ধা শহীদ হয়েছেন ইনকিলাবের রাস্তায়, অনেকে আহত হয়েছেন, আমরা বাকিরা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিতে একসাথে কেঁদেছি। 

ফলে, ২০২৪ সাল আমরা কোনদিন ভুলতে পারবো না। যেই স্বৈরাচারকে সরানো অসম্ভব মনে হতো, তাই আমরা করতে পেরেছি। আমরা আবার প্রমাণ করেছি মানুষের, একতার অসাধ্য কিছু নেই। 

আমরা আরেকটা নতুন বছরের সামনে। গ্ণতন্ত্র, মুক্তির স্বপ্ন দেখছি আমরা। আমরা জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। প্রবল শত্রুর বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়া সহজ কিন্তু তাকে পরাজয়ের পর একতা রক্ষা কঠিন। মিছিলে আমরা সবাই এক হয়ে যাই, অথচ মিছিল ভাঙলে শরীরের হাত, পা, মুখের মতো একেকজন বিচ্ছিন্ন হয়ে যাই। আমাদের শরীর আর মন লোভাতুর হয়ে উঠে। ভুলে যায় সমষ্টির ইতিহাস। 

আমাদের বিজয় তাই সম্পূর্ণ হয়ুনি। আসছে ২০২৫ এ আমাদের বিজয়কে সংহত করতে হবে। গণতন্ত্র আর মুক্তিকে ফিরিয়ে আনতে হবে পুরোপুরিভাবে। ২০২৪ সাল অদ্যবধি আমাদের জীবনের শ্রেষ্ঠতম বছর, ২০২৫ আরো ভালো হোক। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন