Logo
Logo
×

সংবাদ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৮:১০ পিএম

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ভর্তি পরীক্ষা দিচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (বাঁয়ে)। ছবি: সংগৃহীত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধীনে ‘এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স’ (ইএমপিজি) প্রোগ্রামের সামার সেশন-২০২৫ এর ভর্তি পরীক্ষায় অংশ নেন।

আজ শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় প্রোগ্রামটির পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে আসিফ মাহমুদ নামের একজন পরীক্ষার্থী অংশ নেন। পরে তারা জানতে পারেন যে, তিনি মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা।

অধ্যাপক আমিনুল ইসলাম আরও জানান, পরীক্ষার ফলাফল আগামী এক থেকে দুই দিনের মধ্যে প্রকাশিত হবে। উত্তীর্ণরা ভর্তি হতে পারবেন।

এদিকে, দুপুরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ছবি ভাইরাল হয়, যা নিয়ে নেটিজেনরা ইতিবাচক সাড়া দেন।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন