Logo
Logo
×

সংবাদ

‘শহীদি সমাবেশ’ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ পিএম

‘শহীদি সমাবেশ’ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি

ছবি: সংগৃহীত

জুলাই, পিলখানা ও শাপলা চত্বরের ঘটনার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে ‘শহীদি সমাবেশ’ করেছে ইনকিলাব মঞ্চ। 

আজ শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল সোয়া ৩টায় জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের নেতা, জুলাই অভ্যুত্থানে আহতরা এবং শহিদ পরিবারের সদস্যরা।

বক্তারা বলেন, আওয়ামী লীগকে নির্বাহী আদেশের মাধ্যমে তাৎক্ষণিক নিষিদ্ধ করে পরবর্তীতে বিচারিক প্রক্রিয়ায় স্থায়ী নিষেধাজ্ঞা জারি করতে হবে।

জুলাই অভ্যুত্থানে চোখ হারানো এক আহত ব্যক্তি বলেন, আমি চোখহারা একজন যোদ্ধা হিসেবে বলছি, এই দেশে আওয়ামী লীগের কোনো পুনর্বাসন চলতে পারে না। যারা তাদের পুনর্বাসনের স্বপ্ন দেখে, তাদের এই দেশের মাটিতে ঠাঁই নেই।

সমাবেশে শহিদ সাইমের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে কী অপরাধ করেছিল, যে যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হলো? আমি শহীদের মা হিসেবে বলছি—আওয়ামী লীগ যেন আর কখনো এই দেশে রাজনীতি করতে না পারে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন