Logo
Logo
×

সংবাদ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র সেই আবিদের নিয়োগ বাতিল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ পিএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র সেই আবিদের নিয়োগ বাতিল

নিয়োগের তিন দিনের মাথায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের খণ্ডকালীন মুখপাত্র (গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া) মুহাম্মদ আবু আবিদের নিয়োগ বাতিল করেছে সরকার। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ নিয়োগের আদেশ বাতিল করা হলেও তা আজ শনিবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৫ এপ্রিল দেওয়া মুহাম্মদ আবু আবিদের নিয়োগাদেশটি বাতিল করা হলো।

এর আগে গত ১৫ এপ্রিল তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র (গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া) হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, মুহাম্মদ আবু আবিদ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সরকারের কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরা এবং অস্তিত্বহীন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অপপ্রচার রোধে কার্যকর ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করবেন। এই নিয়োগের শর্তসমূহ উক্ত নিয়োগপত্র দ্বারা নির্ধারিত।

এই নিয়োগের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা শুরু হয়। আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদের সঙ্গে আবিদের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দ্রুত তাকে সরিয়ে দেওয়ার দাবি ওঠে। অনেকেই এটাকে আওয়ামী লীগ পুনর্বাসনের ধাপ বলেও মন্তব্য করেন। আজ তার নিয়োগ বাতিলের বিষয়টি সামনে এল।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন