Logo
Logo
×

সংবাদ

চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, অব্যবস্থাপনায় জনরোষ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০২:২৯ পিএম

চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, অব্যবস্থাপনায় জনরোষ

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় নালায় পড়ে নিখোঁজ হওয়া ছয় মাস বয়সী শিশু সেহরিসের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টা ১০ মিনিটে চাকতাই খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এরপর তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নবাব হোটেলের পাশে হিজরা খালের কাছে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। শিশু সেহরিস, তার মা ও দাদি একটি অটোরিকশায় করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটি নালায় পড়ে যায়। মা সালমা ও দাদি আয়েশাকে উদ্ধার করা গেলেও সেহরিস স্রোতে তলিয়ে যায়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে রাতেই পৌঁছায় ফায়ার সার্ভিস ও চসিকের উদ্ধারকর্মীরা।

ঘটনার পরপরই চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ঘটনাস্থলে যান এবং উদ্ধার অভিযান তদারকি করেন। নিখোঁজ শিশুকে উদ্ধার করতে পারলে নগর কর্তৃপক্ষের পক্ষ থেকে ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়।

শিশুটির মামা মারুফ জানান, সেহরিসের মা ও দাদি আসাদগঞ্জ থেকে তাদের বাসায় বেড়াতে আসছিলেন। রাস্তায় পানি থাকায় তারা রিকশা নেন, কিন্তু নালার পাশের বাঁশের বেষ্টনী সরিয়ে নেওয়ায় রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।

স্থানীয়রা অভিযোগ করেন, দ্রুতগতিতে চালানোর সময় রিকশাচালক নিয়ন্ত্রণ হারান এবং ঘটনার পরপরই পালিয়ে যান। খালের পাশে কোনও সুরক্ষামূলক ব্যারিকেড না থাকা ও এলোমেলো নগর ব্যবস্থাপনার কারণে বারবার এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে মেয়র শাহাদাত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, “শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এমন মর্মান্তিক ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য চসিকের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

এই করুণ ঘটনায় নগরবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং সুষ্ঠু নগর পরিকল্পনার দাবি জোরালো হচ্ছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন