আ.লীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়া মুরাদ ৪ দিনের রিমান্ডে

শাহে আলম মুরাদ। ছবি: সংগৃহীত
রাজধানীর পল্টন থানার সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ ও অ্যাডভোকেট আনিসুর রহমানকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ শুক্রবার (১৮ এপ্রিল) ঢাকা মহানগর ও জেলা দায়রা জজ আদালতের বিচারক এই আদেশ দিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরা থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিবির সূত্রে জানা যায়, শাহে আলম ৬ এপ্রিল সকালে রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের নেতৃত্বে ছিলেন। তার বিরুদ্ধে ছয়টি ফৌজদারি মামলা রয়েছে।
উল্লেখ্য, ৬ এপ্রিল সকাল ৭টার দিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ঝটিকা মিছিল করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই মিছিলে শাহে আলম নেতৃত্ব দেন বলে পুলিশ জানিয়েছে।