দুর্নীতির অভিযোগের মধ্যে উপদেষ্টা আসিফের এপিএস মোয়াজ্জেমের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৩৫ পিএম
-680111c4cd873.jpg)
দুর্নীতি নিয়ে কানাঘুষার মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন পদত্যাগ করেছেন। গত ২৫ মার্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও এপিএস মোয়াজ্জেম বিসিএসের লিখিত ও অন্যান্য চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবেন এমন অজুহাতে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মোয়াজ্জেম পরীক্ষার কথা বলে পদত্যাগ করলেও তাকে গত ৩ এপ্রিল মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের এনসিপি সমর্থিত নেতৃবৃন্দদের নিয়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন নেতৃবৃন্দ ও শিক্ষকবৃন্দের সঙ্গে দেখা করতে দেখা গেছে।
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরই তিনি সরকারি টাকায় বিশাল বহর নিয়ে মাগুরা সফর করে বিতর্কের মুখে পড়েন।
এরপরও সরকারে থাকা অবস্থায় তিনি প্রাক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মাগুরা শহরের বিভিন্ন স্থানে তার ছবি ও পদবি দিয়ে পোস্টার বা ফেস্টুন প্রচার অব্যাহত রাখেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন বাংলা আউটলুককে বলেন, 'তিনি আর আমাদের সঙ্গে নাই।'
সালাউদ্দিন জানান, গত ২৫ মার্চ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিসিএস পরীক্ষা এবং পাশাপাশি ব্যাংকের পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন এ কারণে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
মোয়াজ্জেমের বিষয়ে কোনো তদন্ত শুরু হয়েছে কিনা এমন প্রশ্ন করা হলে সালাউদ্দিন জানান, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তাকে চাকরিচ্যুত করা হয়নি।
তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, তার বিরুদ্ধে বদলি বাণিজ্যের অভিযোগ আসছিল বেশ কিছুদিন ধরে। তাই বর্তমান অন্তর্বর্তী সরকারের 'ইমেজ' ধরে রাখতে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে।