Logo
Logo
×

সংবাদ

আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০১:২৬ পিএম

আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া জানান, আজ বৃহস্পতিবার সকালে উত্তরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ছাত্র-জনতার এক অভ্যুত্থানে ক্ষমতা হারায়। এরপর থেকে দলের অনেক নেতাকর্মী আত্মগোপনে বা বিদেশে অবস্থান করছেন এবং তাঁদের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন