Logo
Logo
×

সংবাদ

ছয় দফা দাবিতে তেজগাঁও সাতরাস্তা মোড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১১:৪২ এএম

ছয় দফা দাবিতে তেজগাঁও সাতরাস্তা মোড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। তাঁরা বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অধ্যয়নরত।

আজ বুধবার সকাল ১০টার কিছু পর শিক্ষার্থীরা সাতরাস্তার মোড়ে জড়ো হয়ে অবস্থান নেন। সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা পুরো সড়ক অবরোধ করে ফেললে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী শামীমুর রহমান। তিনি জানান, প্রায় এক হাজার শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর আগেও তাঁরা একই দাবিতে আন্দোলনে নেমেছিলেন।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি কী কী?

১. নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত সংস্কার:

 ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ৩০% কোটা বাতিলের দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে হাইকোর্টে যেসব অবৈধ পদোন্নতির মামলা চলছে তা বাতিল, অবৈধভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের চাকরিচ্যুত করা এবং ২০২১ সালে নিয়োগ পাওয়া বিতর্কিত ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিলের দাবি তোলা হয়েছে।

২. ভর্তিনীতি ও কারিকুলাম উন্নয়ন:

 ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বন্ধ করতে হবে। শিক্ষার্থীরা উন্নত দেশের মতো মানসম্পন্ন চার বছর মেয়াদি কারিকুলাম চালুর দাবিও জানিয়েছেন। পাশাপাশি একাডেমিক কার্যক্রম পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যমে চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।

৩. ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীদের চাকরি নিশ্চয়তা:

 যেসব সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য গ্রেডে নিয়োগ না দিয়ে নিচু পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি রয়েছে।

৪. কারিগরি শিক্ষায় অযোগ্য জনবল নিয়োগ বন্ধ:

 কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল যেন বোর্ড চেয়ারম্যান, পরিচালক, উপপরীক্ষা নিয়ন্ত্রক ইত্যাদি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ না পায়, তা নিশ্চিত করতে আইন প্রণয়নের দাবি উঠেছে। সেই সঙ্গে কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের এসব পদে নিয়োগ ও খালি পদে শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের দাবি করা হয়েছে।

৫. পৃথক ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় গঠন:

 শিক্ষার্থীরা দাবি করছেন, একটি স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন ও কারিগরি শিক্ষা সংস্কারে কমিশন গঠন করা জরুরি।

৬. উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো ও টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়:

 পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ডুয়েটের আওতায় অস্থায়ী ক্যাম্পাস খোলার মাধ্যমে পরবর্তী শিক্ষাবর্ষ থেকেই ভর্তি নিশ্চিত করার দাবি করা হয়েছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন