গণঅধিকার পরিষদ ছেড়ে নতুন রাজনৈতিক দলে যাচ্ছেন ফাতিমা তাসনিম

ফাতিমা তাসনিম। ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ফাতিমা তাসনিম পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে এই পদত্যাগপত্র ফাতিমা তাসনিম নিজেই ফেসবুকে পোস্ট করেন।
এর আগে গত ১৩ এপ্রিল তিনি পদত্যাগপত্রটি দপ্তর সম্পাদকের মাধ্যমে গণঅধিকার পরিষদের সভাপতি বরাবর পাঠান।
পদত্যাগপত্রে ফাতিমা তাসনিম উল্লেখ করেন, ‘আমি ফাতিমা তাসনিম ব্যক্তিগত কারণে গণঅধিকার থেকে পদত্যাগ করছি।’
এ বিষয়ে জানতে ফাতিমা তাসনিম সংবাদমাধ্যমকে বলেন, ‘গণঅধিকার পরিষদের প্রতি কোনো অভিযোগ না রেখে ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি।’
অন্য কোনো দলে যোগদানের সম্ভাবনা রয়েছে কি না– এমন প্রশ্নে ফাতিমা বলেন, ‘আগামী ১৭ এপ্রিল ঢাকার বনানীর শেরাটন হোটেলে সকাল ১০টায় আমি নিজেই একটি দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। আমি মূলত দেশ ও জাতির সমুদ্র বন্দর, স্থল বন্দর ও আকাশসীমা সকল ক্ষেত্রে ভূমিকা পালন করব। বিশেষ করে নারীর ক্ষমতায়ন এবং মানুষের অধিকার যেন আপামর জনগণ প্রত্যেকের কাছে যেন পৌঁছে দিতে পারি এটিই হবে আমার নতুন রাজনৈতিক দলের প্রত্যয়, আমাদের মিশন ও ভিশন।’
ফাতিমা তাসনিম আরও বলেন, ‘২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের উত্থান এবং তার পরবর্তীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নামে একটি ছাত্র সংগঠন তৈরি করি তারই ধারাবাহিকতায় আমার রাজনৈতিক অঙ্গণে অনুপ্রবেশ।’
গণঅধিকার পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা নেত্রী বলেন, ‘হাঁটি হাঁটি পা পা করে গণঅধিকার পরিষদের সাথে একীভূত হয়ে আমরা সারা বাংলাদেশে একটি রাজনৈতিক দলের উত্থান তৈরি করি। সারা বাংলাদেশের মানুষের সমর্থন নিয়েই রাজপথের স্রোতের বিপরীতে আমাদের উঠে আসা। নানা ধরনের ঘাত–প্রতিঘাতের মধ্য দিয়েই আমাদের বেড়ে ওঠা। ফ্যাসিস্ট রক্তচক্ষুকে উপেক্ষা করেই আমাদের রাজনীতিতে পদার্পণ। এই দীর্ঘ ৭ বছরের ভালোবাসা লিডারশিপ অর্জন, এগুলো যা অর্জন করেছি তা দেশ ও জাতির বৃহত্তম স্বার্থে বৃহৎ পরিসরে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই আমার এ সিদ্ধান্ত নেওয়া। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। দেশবাসী সকলের কাছে দোয়া কামনা করছি।’
উল্লেখ্য, বিগত দিনে গণঅধিকার পরিষদের গুরুত্বপূর্ণ পদে থেকে ফাতিমা তাসনিম ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে রাজপথে সামনে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামের বাসিন্দা মো. শাহাবুদ্দিন তালুকদারের মেয়ে। এর আগে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১৪, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থিতার ঘোষণা দিয়েছিলেন।