ফ্ল্যাট ঘুষ নেওয়ার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলা

টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত
ঘুষ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে ব্রিটিশ সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম মামলাটি দায়ের করেন।
টিউলিপ সিদ্দিক ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশারফ হোসেন।
দুদক জানায়, ঘটনার সূত্রপাত ১৯৬৩ সালে। সে বছর গুলশানের একটি ভবনের প্লট ডিআইটি থেকে বরাদ্দ পান একজন বিচারপতি। বরাদ্দের শর্ত ছিল, প্লট বিক্রি করা যাবে না। পরে এই প্লট আমমোক্তারের মাধ্যমে কয়েক হাত বদল হয়।
দুদকের অভিযোগ, শরিকদের দ্বন্দ্বের সুযোগ নেয় ইস্টার্ন হাউজিং। আমমোক্তারকে অবৈধ দেখিয়ে, প্লটটির বরাদ্দ নেয় এই হাউজিং কোম্পানি। এই চক্রান্তে সহায়তা করে রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সরদার মোশারফ হোসেন। অভিযোগ আছে, তারা কাজ করেছেন টিউলিপের নির্দেশে।
দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ‘দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭–এর ৫–এর ২ ধারায় মামলা ঋজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’
দুদকের অভিযোগ, টিউলিপ সিদ্দিক তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে ইস্টার্ন হাউজিংকে এই প্লট পাইয়ে দেয়। যার বিনিময়ে টিউলিপকে ১টি ফ্ল্যাট দেওয়ারও অভিযোগ করেছে সংস্থাটি।
দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ‘অভিযোগ সংশ্লিষ্ট রিজওয়ানা সিদ্দিক ওরফে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের দুই আইন উপদেষ্টা এখানে সম্পৃক্ত ছিলেন। বিনামূল্যে গুলশানের একটি ফ্ল্যাট গ্রহণের ক্ষেত্রে, এখানে আরও দুজন অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ছিলেন।’
দুদক আরও জানায়, দায় থাকার পরও মৃত্যু বরণ করায়, ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যান জহুরুল ইসলাম ও রাজউকের সাবেক আইন উপদেষ্টা সেলিমকে এই মামলায় আসামি করা হয়নি।