Logo
Logo
×

সংবাদ

‘তৌহিদী জনতা’র হুমকিতে বাতিল হলো প্রাঙ্গণেমোরের ‘শেষের কবিতা’ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০২:৩১ পিএম

‘তৌহিদী জনতা’র হুমকিতে বাতিল হলো প্রাঙ্গণেমোরের ‘শেষের কবিতা’ প্রদর্শনী

সব প্রস্তুতি সম্পন্ন হলেও ‘তৌহিদী জনতা’র নামে হুমকি চিঠি পাওয়ার পর রবিবার নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে নাট্যদল প্রাঙ্গণেমোর-এর ‘শেষের কবিতা’ নাটকের প্রদর্শনী হঠাৎ বাতিল করা হয়েছে। নাটকটির নির্দেশক নূনা আফরোজ জানান, সকালে জানানো হয় মিলনায়তনের বরাদ্দ বাতিল হয়েছে—নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে।

চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে দুই দিনের জন্য নাটকটির প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে অনন্ত হিরার নাট্যরূপে ও নূনা আফরোজের নির্দেশনায় এটি প্রাঙ্গণেমোর-এর ষষ্ঠ প্রযোজনা।

মহিলা সমিতির এক্সিকিউটিভ অফিসার সৈয়দা শারমিন আরা জানান, ‘তৌহিদী জনতা’ নামে একটি সংগঠনের হুমকি চিঠি পাওয়ার পর নিরাপত্তার কথা বিবেচনা করে মিলনায়তন বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, “মহিলা সমিতিতে নানা ধরনের কার্যক্রম চলে। এই হুমকির কারণে সবার নিরাপত্তা হুমকিতে পড়তে পারে।”

পুলিশকে জানানো হয়নি বলে জানান তিনি, বরং নিজেদের বিবেচনায় মিলনায়তন বাতিল করা হয়েছে। মহিলা সমিতির এক কর্মকর্তা বলেন, “বর্তমান পরিস্থিতিতে যদি কেউ ভাঙচুর করে, আমাদের ক্ষতি হবে। তাই ঝুঁকি নিতে চাই না।”

প্রাঙ্গণেমোর প্রতিবাদ জানিয়ে জানিয়েছে, রোববার বিকেল ৫টায় ‘শেষের কবিতা’র পোশাক পরে নাট্যকর্মীরা মহিলা সমিতির সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেবে।

এর আগেও নাট্যজগতে এমন বাধার নজির রয়েছে। ফেব্রুয়ারিতে মহিলা সমিতিতে ‘ঢাকা মহানগর নাট্যোৎসব’ হুমকির মুখে স্থগিত হয়। কাপাসিয়ায় বন্ধ হয় স্থানীয় নাটক, আবার রাজধানীর শিল্পকলায় বিক্ষোভে বন্ধ হয় ‘নিত্যপুরাণ’।

নাট্যাঙ্গনের এই ধারাবাহিক বাধা ও হুমকির ঘটনায় সাংস্কৃতিক পরিমণ্ডলে উদ্বেগ বাড়ছে। ধর্মীয় অনুভূতির অজুহাতে নাট্যচর্চায় হস্তক্ষেপের বিষয়টি যেন ক্রমেই নিয়মিত হয়ে উঠছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন