আদানির এক ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, লোডশেডিংয়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৭:০৭ পিএম
-67fa65a2c570d.jpg)
ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় নির্মিত আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। তবে গত ৮ এপ্রিল বন্ধ হওয়া প্রথম ইউনিট থেকে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। সেটি থেকে বিদ্যুৎ সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।
রাষ্ট্রীয় সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড পিএলসি বাংলাদেশের (পিজিসিবি) মুখপাত্র এবিএম বদরুদ্দোজা খান আজ শনিবার সন্ধ্যায় প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
বিদ্যুৎকেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট আছে। গত ৮ এপ্রিল প্রথম ইউনিট থেকে উৎপাদন বন্ধ হয়। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আর দ্বিতীয় ইউনিট বন্ধ হয়েছে। এতে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে।
বিদ্যুৎকেন্দ্রটি থেকে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। ৮ এপ্রিলের পরও ৭৫০ মেগাওয়াটের বেশি সরবরাহ করা হয়েছে।কিন্তু ১১ এপ্রিল রাতে দ্বিতীয় ইউনিটও বন্ধ হয়ে যায়।
পিডিবি সূত্র বলছে, আদানির কেন্দ্র থেকে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ শুরু না হলে আগামীকাল (রোববার) লোডশেডিং আরও বাড়তে পারে।