Logo
Logo
×

সংবাদ

সোহরাওয়ার্দীতে জনতার ঢল

কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হলো ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৪:০৭ পিএম

কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হলো ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিয়েছে লাখো মানুষ। আজ শনিবার বেলা ৩টার পর কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি।

এই কর্মসূচির সভাপতিত্ব ও ঘোষণাপত্র পাঠ করবেন বায়তুল মোকাররমেন খতিব মুফতি আব্দুল মালেক।

এর আগে শনিবার দুপুর ১২টার পর রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে মানুষ সোহরাওয়ার্দী অভিমুখে রওনা হন। এতে সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে। বিকাল ৩টায় মূল অনুষ্ঠান শুরু হবে বলে আগেই ঘোষণা দিয়েছেন আয়োজক প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট। 

মিছিলে অংশ নেওয়া জনতা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে দিতে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা হন। 

কর্মসূচিতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী, জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ, হেফাজতে ইসলামের মামুনুল হক। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ আরও অনেকে।

এছাড়া সমাবেশে অংশ নিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারির জেনারেল রেজাউল করিম ও দক্ষিণের সেক্রেটারির জেনারেল শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খান।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন