Logo
Logo
×

সংবাদ

চারুকলায় আগুন নিয়ে ফারুকীর ক্ষোভ: ‘হাসিনার দোসররা’ পুড়িয়ে দিয়েছে ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিফ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০২:১৮ পিএম

চারুকলায় আগুন নিয়ে ফারুকীর ক্ষোভ: ‘হাসিনার দোসররা’ পুড়িয়ে দিয়েছে ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিফ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে তৈরি করা দুটি প্রতীকী মোটিফে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার বেলা সাড়ে ১১টার কিছু আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘হাসিনার দোসররা ভোররাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে—সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক—তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে, দ্রুত।’

প্রসঙ্গত, আজ ভোরে চারুকলা প্রাঙ্গণে পুড়ে যায় নববর্ষের শোভাযাত্রার জন্য তৈরি দুটি প্রতীকী কাঠামো—একটি পুরোপুরি, অন্যটি আংশিক। সম্পূর্ণ পুড়ে যাওয়া মোটিফটি ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’, আর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় ‘শান্তির পায়রা’ মোটিফটি।

ঘটনার পর চারুকলা অনুষদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কারা এই আগুন দিয়েছে তা এখনো অজ্ঞাত। শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাটি রহস্যজনক, কেননা এতগুলো মোটিফের মধ্যে কেবল দুটি পুড়ে যাওয়া সন্দেহজনক।

ফারুকী তার পোস্টে আরও বলেন, ‘এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে, আমরা শুধু তাদের বিচার চাই না, আমরা চাই এবারের শোভাযাত্রা যেন আরও অধিক তাৎপর্যপূর্ণ হয়।’

তিনি জানান, অনেকেই ভেবেছিলেন এবারের শোভাযাত্রা থেকে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ সরিয়ে দেওয়া উচিত। কিন্তু শুক্রবার রাতের ঘটনার পর এ প্রতীকীর উপস্থিতি আরও অপরিহার্য হয়ে উঠেছে। ‘আমরা এখন আরও বেশি ডিটারমাইনড, আরও বেশি সংখ্যায় অংশ নেব।’—এই কথায় তিনি গণজাগরণে অংশ নেওয়ার আহ্বান জানান।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন