Logo
Logo
×

সংবাদ

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সোহরাওয়ার্দী উদ্যানে জনস্রোত, বিকেলে গণজমায়েত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০১:৩৪ পিএম

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সোহরাওয়ার্দী উদ্যানে জনস্রোত, বিকেলে গণজমায়েত

ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ দিতে আজ শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে নামে জনতার ঢল। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন, ইসলামি বক্তা এবং নানা পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের উপস্থিতিতে উদ্যানে জমজমাট পরিবেশ তৈরি হয়েছে। আশপাশের এলাকায় পতাকা, ফিলিস্তিনের রঙের ব্যাজ ও টি-শার্ট বিক্রির ছোট ছোট স্টল বসেছে। অনেককে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতে দেখা গেছে—“গাজা তোমায় সালাম”, “ফিলিস্তিনের পাশে বাংলাদেশ” ইত্যাদি ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো উদ্যান এলাকা।

প্রথমে ঘোষণা ছিল শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে আয়োজকেরা জানায়, এখন বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে একটি গণজমায়েতের মধ্য দিয়েই কর্মসূচি শেষ করা হবে। মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে আর যাত্রা করা হবে না।

এদিকে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়েছে বিএনপিও। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ নেতৃত্বে একটি প্রতিনিধি দল কর্মসূচিতে অংশ নেবে বলে জানানো হয়েছে।

সার্বিকভাবে কর্মসূচিটি গাজায় চলমান মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সংহতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে, যা বাংলাদেশেও ব্যাপক সাড়া ফেলেছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন