Logo
Logo
×

সংবাদ

মাত্র দুটি মোটিফে আগুন লাগা রহস্যজনক: ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১২:১০ পিএম

মাত্র দুটি মোটিফে আগুন লাগা রহস্যজনক: ফায়ার সার্ভিস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে তৈরি করা দুটি মোটিফে অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘রহস্যজনক’ বলে উল্লেখ করেছে ফায়ার সার্ভিস। শনিবার ভোরে এই আগুন লাগার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষ জানায়, তারা ভোর ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায়। এরপর পুরান ঢাকার সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে ৫টা ২২ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের কর্মকর্তা রুহুল আমিন মোল্লা বলেন, “সেখানে অনেকগুলো মোটিফ ছিল, কিন্তু আগুন লেগেছে মাত্র দুটি মোটিফে—‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’-তে। কেন শুধু এই দুটি লক্ষ্যবস্তু করা হলো, সেটিই এখন রহস্য।”

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী পরিচালক মো. শাহজাহান শিকদার বলেন, “পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া আগুনের কারণ বলা সম্ভব নয়। আমরা তা খতিয়ে দেখছি।”

এদিকে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ শুরু করেছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। “এই আগুন পরিকল্পিত নাকি দুর্ঘটনা—তা স্পষ্ট না হলেও প্রাথমিক পর্যায়ে আমরা সন্দেহের চোখে দেখছি,” বলেন তিনি।

ঘটনার পরপরই চারুকলা অনুষদ একটি বিবৃতি দিয়ে জানায়, ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফটি কে বা কারা পুড়িয়ে দিয়েছে, তা নিশ্চিত নয়। অনুষদ কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে জানায়, তারা শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনাকালে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন