Logo
Logo
×

সংবাদ

ছায়ানটের বর্ষবরণে এবারের বার্তা ‘আমার মুক্তি আলোয় আলোয়’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৬:০১ পিএম

ছায়ানটের বর্ষবরণে এবারের বার্তা ‘আমার মুক্তি আলোয় আলোয়’

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করতে ছায়ানটের এবার বর্ষবরণের আয়োজন সাজিয়েছে মানুষকে ভালোবাসবার গান, দেশপ্রেম-মানবপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণী দিয়ে।

১৩৩৩ বঙ্গাব্দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জার্মানিতে বসে লিখেছিলেন ‘আমার মুক্তি আলোয় আলোয়’ গানটি৷ বিশ্বব্যাপী মানবতা ও মূল্যবোধের অবক্ষয়ের এ সময়ে সে গানটিকেই এবারের বর্ষবরণের বার্তা হিসেবে ছড়িয়ে দেবে ছায়ানট৷ 

আজ শুক্রবার (১১ এপ্রিল) বিকালে রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট ভবনে বঙ্গাব্দ বরণ উপলক্ষে নিজেদের আয়োজন সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।

লিখিত বক্তব্যে লাইসা বলেন, বিশ্বব্যাপী যেমন ক্ষয়ে চলেছে মানবতা, তেমনি এদেশেও ক্রমান্বয়ে অবক্ষয় ঘটছে মূল্যবোধের। তবুও আমরা আশাহত হই না, দিশা হারাই না, স্বপ্ন দেখি হাতে হাত রেখে সকলে একসাথে মিলবার, চলবার। বাঙালি জাগবেই, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই। স্বার্থক হবেই হবে, মানুষ-দেশ, এ পৃথিবীকে ভালবেসে চলবার মন্ত্র।

তিনি বলেন, ভোরের আলো ফুটতে ফুটতে ভৈরবীতে রাগালাপ দিয়ে ছায়ানটের ১৪৩২ বঙ্গাব্দবরণের সূচনা। ছায়ানটের এবারের বার্তা, ‘আমার মুক্তি আলোয় আলোয়।’ 

লাইসা বলেন, যথারীতি অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন আলো, প্রকৃতি এবং মানুষকে ভালোবাসবার গান, দেশপ্রেম-মানবপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণী দিয়ে। সব মিলিয়ে বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হওয়ার আহ্বান।

রাজধানীর রমনা পার্কের বটমূলে এবারের অনুষ্ঠানসজ্জায় ৯টি সম্মেলক ও ১২টি একক গান এবং ৩টি পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে৷ সবমিলিয়ে দেড়শতাধিক শিল্পী এ আয়োজনে অংশ নিচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী, সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল, যুগ্ম সম্পাদক পার্থ তানভীর নভেদ ও জয়ন্ত রায়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন