Logo
Logo
×

সংবাদ

নতুন রূপে আসছে বাংলাদেশ পুলিশের লোগো, বাদ পড়ছে নৌকা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১২:৩১ পিএম

নতুন রূপে আসছে বাংলাদেশ পুলিশের লোগো, বাদ পড়ছে নৌকা

পুলিশের নতুন লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের লোগোতে আসছে পরিবর্তন। নতুন নকশায় আর থাকছে না ঐতিহ্যবাহী পালতোলা নৌকা। এর পরিবর্তে স্থান পেয়েছে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ, এবং পাটপাতা। পাটপাতার উপরে থাকবে উজ্জ্বলভাবে লেখা ‘পুলিশ’ শব্দটি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগম স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, পুলিশের বর্তমান লোগো পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে এবং এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনও পেয়েছে। এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা।

প্রজ্ঞাপন জারির পর দেশের সব জেলা ও ইউনিটে বাধ্যতামূলকভাবে নতুন লোগো ব্যবহার করতে হবে। ইউনিফর্ম, পতাকা, সাইনবোর্ডসহ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে নতুন লোগো ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এর আগে, ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি প্রথমবার পুলিশের মনোগ্রাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারি হয়। এরপর ২০০৯ সালে বর্তমান লোগো চালু হয়, যেখানে ছিল পালতোলা নৌকা, তার দুই পাশে ধান ও গমের শীষের মালা, পালের ওপরে শাপলা ফুল এবং নিচে বাংলা হরফে লেখা ‘পুলিশ’।

নতুন লোগোর মাধ্যমে বাংলাদেশের পুলিশ বাহিনী আরও আধুনিক, পরিচ্ছন্ন ও জাতীয় প্রতীকসমূহে সমৃদ্ধ একটি পরিচিতি পেতে যাচ্ছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন