
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সংবাদ সম্মেলন
পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হওয়া ঐতিহ্যবাহী শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই শোভাযাত্রা পরিচিত হবে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নামে। এতদিন এটি ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে পরিচিত ছিল।
আজ শুক্রবার (১২ এপ্রিল) চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বাংলা নববর্ষ ১৪৩২ ও পয়লা বৈশাখের আয়োজন নিয়ে বিস্তারিত তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
চারুকলা অনুষদ জানায়, ১৯৮৯ সালে প্রথমবারের মতো এই শোভাযাত্রার সূচনা হয় ‘আনন্দ শোভাযাত্রা’ নামে। নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের পটভূমিতে এই শোভাযাত্রার নাম হয় ‘মঙ্গল শোভাযাত্রা’, যার মধ্য দিয়ে অমঙ্গল দূর করে মঙ্গলের আহ্বান জানানো হয়।
২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেসকো এই শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়।
নাম পরিবর্তন প্রসঙ্গে চারুকলা অনুষদের পক্ষ থেকে জানানো হয়, সময়ের দাবি ও সাম্প্রতিক কিছু বিতর্ককে মাথায় রেখেই এই শোভাযাত্রার নামকরণে নতুনত্ব আনা হয়েছে। মূলভাব ও আয়োজন একই থাকবে, শুধু নামেই পরিবর্তন আনা হয়েছে বলে জানানো হয়।