Logo
Logo
×

সংবাদ

জনগণ চাচ্ছে এই সরকার যেন আরও ৫ বছর ক্ষমতায় থাকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৬:১০ পিএম

জনগণ চাচ্ছে এই সরকার যেন আরও ৫ বছর ক্ষমতায় থাকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাধারণ মানুষ চাচ্ছেন আমাদের এই সরকার যেন আরও অন্তত ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সিলেটের বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এর আগে আজ সকালে স্বল্প সময়ের নোটিশে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তাকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়। তবে থানায় এমন আয়োজনে ক্ষোভ প্রকাশ করে তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর পুলিশকে এখনও পুনর্গঠন করা যায়নি। ৫ আগস্টের সময় অনেক গাড়ি, থানা পুড়েছে। এখনও তাদের একটি গাড়িও কিনে দেওয়া যায়নি। অর্থ বরাদ্দ পেলে এই ব্যবস্থার আরও উন্নয়ন করা হবে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। এ বছর রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো ছিল। মব জাস্টিসকে পুলিশ আর ভয় পাচ্ছে না; বেশিরভাগ আসামিই ধরা পড়ছে।

উপদেষ্টা আরও বলেন, ‘অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রের এখনও সব উদ্ধার করা সম্ভব হয়নি;  এ ব্যাপারে সরকার কাজ করছে। লুট হওয়া অস্ত্র বাইরে থাকলে নিরাপত্তার হুমকি থাকবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ ব্যাপারে নতুন কোনো আপডেট নেই’ বলে জানান।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন