Logo
Logo
×

সংবাদ

দেশজুড়ে একযোগে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ১৯ লাখ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১২:২৪ পিএম

দেশজুড়ে একযোগে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ১৯ লাখ শিক্ষার্থী

সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার অংশ নিচ্ছে মোট ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয় প্রথম দিনের পরীক্ষা। এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ এবং ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এবার পরীক্ষা হচ্ছে পূর্ণ সিলেবাসে এবং সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময় অনুযায়ী। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। কেন্দ্রে প্রবেশের নিয়ম ছিল পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে, তাই সকাল ৯টা থেকেই পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ শুরু করে।

শুধু শিক্ষার্থীরাই নয়, অভিভাবকদের উপস্থিতিও ছিল কেন্দ্রগুলোর বাইরে চোখে পড়ার মতো। অনেকেই যানজট ঠেলে আগেভাগেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছান সন্তানদের নিয়ে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে অংশ নিচ্ছে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।

তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে। এরপর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৫ মে থেকে, যা চলবে ২২ মে পর্যন্ত। ভোকেশনাল বিভাগের বাস্তব প্রশিক্ষণ চলবে ২৩ মে থেকে ১ জুলাই পর্যন্ত।

নকল, প্রশ্নফাঁস কিংবা গুজব ছড়ানো প্রতিরোধে শিক্ষা বোর্ডগুলো কঠোর অবস্থান নিয়েছে। পরীক্ষাকেন্দ্রের আশপাশে তিন ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি থাকবে এবং ২০০ গজের মধ্যে পরীক্ষা সংশ্লিষ্ট ছাড়া কাউকে চলাচলের অনুমতি দেওয়া হবে না।

কোচিং সেন্টারগুলো ১৩ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষাকেন্দ্রে কেন্দ্র সচিব ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। ফটোকপি মেশিন বন্ধ রাখার নির্দেশনাও রয়েছে।

পরীক্ষার্থীরা প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। তবে ‘নন-প্রোগ্রামেবল’ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। পরীক্ষা শেষে দ্রুত উত্তরপত্র ডাক বিভাগের মাধ্যমে বোর্ডে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন