Logo
Logo
×

সংবাদ

আদালতে আরসাপ্রধান আতাউল্লাহ

রোহিঙ্গারা আরাকানের জমি পাবে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৭:৫৫ পিএম

রোহিঙ্গারা আরাকানের জমি পাবে

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি বলেছেন, রোহিঙ্গারা আরকানের জমি পাবে। ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস (রোহিঙ্গাদের জন্য) যা করছে, সে জন্য বাংলাদেশের সবাইকে শুকরিয়া।

আজ সোমবার দুপুরে বান্দরবান আদালতে তোলার পর সাংবাদিকদের উদ্দেশে রোহিঙ্গা ভাষায় এসব কথা বলেন আতাউল্লাহ।

এর আগে আজ প্রথমে একটি মামলার শুনানির জন্য বান্দরবানের জেলা ও দায়রা জজ আদালতে কড়া নিরাপত্তায় তোলা হয় আরসাপ্রধান আতাউল্লাহকে। পরে তাঁকে অন্য মামলার শুনানির জন্য বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। উভয় আদালতের বিচারকেরা শুনানি শেষে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক মো. রেজাউল করিম মজুমদার বলেন, আরসাপ্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে বান্দরবানে আদালতে তোলার পর জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে অভিযান পরিচালনা করে গত ১৮ মার্চ আতাউল্লাহসহ ১০ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আরসাপ্রধানের বিরুদ্ধে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তে মাদকবিরোধী যৌথ অভিযানকালে গোয়েন্দা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদী হত্যা মামলা এবং নাইক্ষ্যংছড়িতে র‍্যাবের এক সদস্যকে আহত করার মামলা রয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন