ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরলো চিরচেনা কর্মচাঞ্চল্য

নয় দিনের ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। আজ রবিবার থেকে খুলেছে অফিস-আদালত, ফলে শহরের সড়কগুলো আবারও হয়ে উঠেছে কর্মব্যস্ত মানুষের পদচারণায় মুখর। ছুটির দিনগুলোতে ফাঁকা থাকা শহর যেন আবার ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ—চেনা ব্যস্ততা, যানজট আর গতি।
সকালের দিকে গণপরিবহনের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও, অফিস সময় ঘনিয়ে আসতেই বাসস্ট্যান্ডগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। যাত্রীদের ভিড়ে অধিকাংশ বাস ছিল পরিপূর্ণ; দাঁড়ানোর মতো জায়গাও পাওয়া যাচ্ছিল না। সেই সঙ্গে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বেড়েছে চোখে পড়ার মতো। শহরের গুরুত্বপূর্ণ সিগন্যালগুলোতে ট্রাফিক পুলিশদের তৎপর ভূমিকা ছিল দৃশ্যমান।
মতিঝিল, ফার্মগেট, কারওয়ান বাজার, মালিবাগ, বাড্ডা, রামপুরা, আগারগাঁওসহ রাজধানীর নানা প্রান্ত ঘুরে এবং গুগল ম্যাপ বিশ্লেষণে দেখা গেছে—অফিস টাইমে বাড়তে থাকে গাড়ির চাপ, কোথাও কোথাও সৃষ্টি হয় যানজট। গণপরিবহন মালিক-শ্রমিকদের ভাষ্য মতে, ছুটির সময় যাত্রী না থাকায় বেশিরভাগ বাস চলাচল করেনি, তবে এখন যাত্রী সংখ্যা ক্রমেই বাড়ছে।
একদিকে যেমন কর্মজীবীরা কর্মস্থলে ফিরছেন, অন্যদিকে শহরও ফিরে পাচ্ছে তার জনজীবনের চিরচেনা ছন্দ। আজ থেকে স্কুল-কলেজও খুলেছে, ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতেও সড়কে বাড়তি চাপ তৈরি হয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, ঈদের ছুটির সাত দিনে (২৮ মার্চ থেকে ৩ এপ্রিল) প্রায় ১ কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। বিপরীতে ফিরেছেন মাত্র ৪৪ লাখ সিম ব্যবহারকারী। সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছেড়েছেন ৩০ মার্চ (প্রায় ২৪ লাখ), আর সর্বাধিক ফেরা ঘটেছে ৩ এপ্রিল, যেদিন প্রায় ১০ লাখ মোবাইল সিম ব্যবহারকারী রাজধানীতে প্রবেশ করেছেন।
এই পরিসংখ্যান বলছে, ঈদের ছুটির শেষে ঢাকায় ফেরার হার বাড়ছে, আর সেই ধারায় শহরও ফিরছে তার চিরচেনা গতি ও মুখরতায়।