ফ্ল্যাট মালিকানা নিয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যুক্তরাজ্যে ‘মিথ্যাচার’ অভিযোগ, তদন্তে দুদক

যুক্তরাজ্যের সাবেক নগর মন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফ্ল্যাট মালিকানা গোপন করে ব্রিটিশ পার্লামেন্টে ‘মিথ্যাচার’ করার অভিযোগ উঠেছে। বিষয়টি শনিবার (৫ এপ্রিল) ডেইলি মেইলের একটি প্রতিবেদনে প্রকাশ পায়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে বাংলাদেশ সরকার লন্ডনে অবস্থিত প্রায় ৬ লাখ পাউন্ড মূল্যের ওই ফ্ল্যাট জব্দ করেছে এবং টিউলিপের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রেখেছে।
টিউলিপ দাবি করেছেন, ২০০২ সালে তার বাবা-মা ওই ফ্ল্যাট উপহার দেন এবং ২০১৫ সালে তিনি তা বৈধভাবে বোন আজমিনার নামে হস্তান্তর করেন। তবে দুদক বলছে, তিনি 'হেবা' নামে একটি ইসলামিক নথির মাধ্যমে ফ্ল্যাটটি হস্তান্তরের চেষ্টা করেন, যা সাব রেজিস্ট্রি অফিসে নিবন্ধন না করায় আইনি বৈধতা পায়নি।
ব্রিটিশ সংসদের ওয়েস্ট মিনিস্টার রেজিস্টারে ২০১৫ সালের জুন পর্যন্ত ফ্ল্যাটটি যৌথ মালিকানায় ছিল বলে উল্লেখ আছে, তবে পরে হস্তান্তরের কথা বলা হলেও ডেইলি মেইলের অনুসন্ধানে জানা যায়, টিউলিপ এখনও ফ্ল্যাটটির মালিক।
এছাড়া ‘হেবা’ প্রক্রিয়ার জন্য যাকে ব্যারিস্টার বলা হয়েছে, তিনি এতে জড়িত থাকার কথা অস্বীকার করে স্বাক্ষর জাল করার অভিযোগ তুলেছেন। এখন বিষয়টি বিচারাধীন এবং মালিকানা নির্ধারণ করবে বাংলাদেশি আদালত।