কেরানীগঞ্জ ও লৌহজংয়ে কার্টনে মোড়ানো বীভৎস লাশ উদ্ধার, এক ব্যক্তির বলে ধারণা পুলিশের

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় পলিথিনে মোড়ানো তিনটি কার্টন থেকে মাথাবিহীন একটি খণ্ডিত মরদেহ এবং মুন্সিগঞ্জের লৌহজং থেকে একটি কার্টন থেকে মাথাসহ আরও কিছু দেহের অংশ উদ্ধার করেছে পুলিশ। এই দুটি স্থানে পাওয়া দেহাবশেষ একই ব্যক্তির বলে ধারণা করছে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, শুক্রবার দুপুরে কেরানীগঞ্জের মালঞ্চ এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে কার্টন তিনটি স্থানীয়রা দেখতে পান। কুকুর কার্টনগুলো নিয়ে টানাটানি করছিল, এতে সন্দেহ হলে স্থানীয়রা এগিয়ে গিয়ে ভেতরে রক্তাক্ত দেহাংশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মাথাবিহীন দেহাংশ উদ্ধার করে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর, গায়ের রং শ্যামবর্ণ।
অন্যদিকে, বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে একটি পরিত্যক্ত কার্টন থেকে মাথাসহ আরও কিছু অংশ উদ্ধার করে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ।
পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে মরদেহ টুকরো করে দুই জায়গায় ফেলে রাখা হয়।
কেরানীগঞ্জে উদ্ধার হওয়া দেহাংশগুলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।