Logo
Logo
×

সংবাদ

চুরি হওয়া অর্থ ফেরাতে শ্রীলঙ্কার সহযোগিতা চাইলো বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৪২ পিএম

চুরি হওয়া অর্থ ফেরাতে শ্রীলঙ্কার সহযোগিতা চাইলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া অর্থ ফেরিয়ে আনতে শ্রীলঙ্কার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনিয়া আমারাসুরিয়ার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং বন্ধুত্বপূর্ণ দক্ষিণ এশীয় এই দুই দেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বলেন, তাদের সরকার চুরি হয়ে যাওয়া অর্থ উদ্ধারে নানা উদ্যোগ নিয়েছে এবং এ লক্ষ্যে শ্রীলঙ্কার পার্লামেন্ট একটি নতুন আইন অনুমোদন করেছে, যা অর্থ ফেরতের প্রক্রিয়া দ্রুততর করবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা চুরি হয়ে যাওয়া বিলিয়ন ডলারেরও বেশি অর্থ ফেরত আনার প্রচেষ্টায় শ্রীলঙ্কার সহায়তা চান।

বৈঠকে দুই নেতা জুলাইয়ের গণআন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্প্রীতি বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি এবং ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা শ্রীলঙ্কার নেত্রীকে জানান।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন