Logo
Logo
×

সংবাদ

প্রত্যাবাসন যোগ্য ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে চিহ্নিত করেছে মিয়ানমার

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৬:২১ পিএম

প্রত্যাবাসন যোগ্য ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে চিহ্নিত করেছে মিয়ানমার

পুরোনো ছবি

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্য থেকে ফিরিয়ে নেওয়ার যোগ্য এমন এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে যাছাই হয়েছে বলে নিশ্চিত করেছে মিয়ানমার। 

আজ শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ওই পোস্টে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশে আশ্রিত ৮ লাখ রোহিঙ্গাদের তালিকা থেকে দেশটিতে ফেরত যোগ্য ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে শনাক্তের বিষয়টি মিয়ানমার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।


এছাড়া আরও ৭০ হাজার রোহিঙ্গাকে চূড়ান্ত যাচাইয়ের জন্য তাদের ছবি ও নামের অতিরিক্ত তদন্ত চলমান রয়েছে। ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সামিট ছাড়াও মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শেউ বাংলাদেশের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানকে শুক্রবার (৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সঙ্কটের দীর্ঘদিনের সমাধানে এটি একটি বড় পদক্ষেপ। তিনি জানান, মূল তালিকার বাকি ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গাকে যাচাই বাছাই করে দ্রুত ফেরত নেওয়া হবে বলেও নিশ্চিত করেছে মিয়ানমার।

এর আগে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ছয়টি ব্যাচে রোহিঙ্গাদের মূল তালিকা দিয়েছিল বাংলাদেশ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন