Logo
Logo
×

সংবাদ

ব্যাংককে ইউনূস-মোদি বৈঠক: পারস্পরিক স্বার্থে গঠনমূলক আলোচনা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০২:০০ পিএম

ব্যাংককে ইউনূস-মোদি বৈঠক: পারস্পরিক স্বার্থে গঠনমূলক আলোচনা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আজ শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিকেলে ব্যাংককের সাংরিলা হোটেলে বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এটি ছিল অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ইউনূসের সঙ্গে মোদির প্রথম বৈঠক।

প্রেস সচিব শফিকুল আলম জানান, “ভারতের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সকল গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। অধ্যাপক ইউনূস আমাদের স্বার্থসমূহ সরাসরি ও স্পষ্টভাবে উপস্থাপন করেছেন।”

তিনি বলেন, আলোচনায় সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গার পানি চুক্তির নবায়ন, তিস্তা চুক্তির বাস্তবায়ন, এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ তার উসকানিমূলক বক্তব্যের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। আলোচনা ছিল ইতিবাচক ও ফলপ্রসূ।

প্রসঙ্গত, গত ৫ আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ঢাকা-দিল্লি সম্পর্ক কিছুটা উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছিল। এই প্রেক্ষাপটে ইউনূস-মোদি বৈঠককে দুই দেশের সম্পর্কে স্থিতিশীলতা ফেরানোর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখযোগ্য যে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিমসটেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে ইউনূস ও মোদির প্রথম সাক্ষাৎ হয়। তাঁরা একই টেবিলে পাশাপাশি বসেন এবং কুশল বিনিময় করেন। এই নৈশভোজের আয়োজন করেছিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও সম্মেলনের চেয়ারপারসন পেতংতার্ন সিনাওয়াত্রা।

অধ্যাপক ইউনূস বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার সকালে ব্যাংকক পৌঁছান। এবারের সম্মেলনে বাংলাদেশ পরবর্তী সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন