থাইল্যান্ডের বিশিষ্টজনদের সঙ্গে ড. ইউনূসের প্রাতরাশ বৈঠক

বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে ব্যাংককে অবস্থানরত বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে এক প্রাতরাশ বৈঠকে মিলিত হন।
দেশটির রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এই বৈঠকে অধ্যাপক ইউনূসের সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
একই দিনে বিমসটেক সম্মেলনের ফাঁকে অধ্যাপক ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এটাই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর অধ্যাপক ইউনূস ও মোদির প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
এর আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতা প্রথমবারের মতো সাক্ষাৎ করেন এবং ঘনিষ্ঠভাবে মতবিনিময় করেন।
উল্লেখ্য, বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক জোট বিমসটেক (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) এর শীর্ষ সম্মেলন ২ এপ্রিল শুরু হয়ে ৪ এপ্রিল পর্যন্ত চলবে।