Logo
Logo
×

সংবাদ

মুখ খুললেন টিউলিপ: প্রসঙ্গ দুর্নীতির অভিযোগ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১২:২১ পিএম

মুখ খুললেন টিউলিপ: প্রসঙ্গ দুর্নীতির অভিযোগ

বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তদন্তে একাধিক দুর্নীতির প্রমাণ হাতে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর সঙ্গে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের সংশ্লিষ্টতা উঠে এসেছে তদন্তে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের অর্থনৈতিক নীতিনির্ধারকদের সঙ্গে তার ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কের সুযোগে তিনি একাধিক আর্থিক অনিয়মে জড়িয়েছেন।

টিউলিপ ইতোমধ্যেই যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক মন্ত্রী হিসেবে তার পদ থেকে পদত্যাগ করেছেন। এটি তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে তার প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ বুধবার (২ এপ্রিল) এক প্রতিবেদনে জানায়, টিউলিপ সিদ্দিক বলেছেন, তার আইনজীবীরা বাংলাদেশের কোনো আনুষ্ঠানিক তদন্ত বা প্রশ্নের জন্য প্রস্তুত রয়েছেন।

তিনি বলেন, “গত কয়েক মাস ধরে নানা অভিযোগ উঠছে, কিন্তু এখন পর্যন্ত কেউ আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করেনি।”

তাকে প্রশ্ন করা হয়, আওয়ামী লীগের মতো বিতর্কিত দলের সঙ্গে দীর্ঘ রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা নিয়ে তার কোনো অনুশোচনা আছে কি না। জবাবে তিনি সরাসরি বলেন, “আপনি আমার আইনি চিঠিটি দেখুন। সেখানে সব উত্তর রয়েছে... বাংলাদেশের কোনো কর্তৃপক্ষ আমার সঙ্গে একবারও যোগাযোগ করেনি। আমি তাদের কাছ থেকে শোনার অপেক্ষায় আছি।”

প্রসঙ্গত, শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ছাত্র-জনতার চাপের মুখে সরকারের পতনের পর দুর্নীতির অভিযোগে চাপের মুখে পড়েন। এ কারণে তাকে যুক্তরাজ্যের Economic Secretary to the Treasury and City Minister পদ থেকে পদত্যাগ করতে হয়। যে পদে তার দায়িত্ব ছিল অর্থবাজারে স্বচ্ছতা রক্ষা করা—সেখানে নিজেই দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়ে পড়েন তিনি।

দুদক জানিয়েছে, শেখ পরিবারের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের বিষয়ে তারা প্রাথমিক তদন্তে অনেক তথ্য পেয়েছে, যা পরবর্তী ধাপে যাচাই-বাছাই করা হচ্ছে। এরই মধ্যে টিউলিপের আইনজীবীদের পক্ষ থেকে একটি আইনি চিঠি দুদকে পাঠানো হয়েছে, যা নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বর্তমানে টিউলিপ নিজেকে নির্দোষ দাবি করে সক্রিয় প্রচারে নেমেছেন। তবে তদন্ত চলমান রয়েছে এবং দুদকের সূত্র বলছে, পূর্ণাঙ্গ অনুসন্ধানের পর অভিযোগপত্র প্রস্তুত করা হবে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন