মিয়ানমারে সহায়তা অব্যাহত, দ্বিতীয় দফায় বাংলাদেশ পাঠালো জরুরি ত্রাণ ও ওষুধ

মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দ্বিতীয় দফায় জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সকালে তিনটি পরিবহন বিমানে এই সহায়তা পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর তত্ত্বাবধানে এসব ত্রাণসামগ্রী পাঠানো হয়। মিশনে অংশ নিয়েছে উদ্ধার ও চিকিৎসক দল, যেখানে সেনা, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও বেসামরিক চিকিৎসকরা রয়েছেন।
মোট ৫৫ জন উদ্ধারকর্মী ও চিকিৎসক এই দলে আছেন। তাদের সঙ্গে আরও ৩৭ জন বিমানকর্মী যুক্ত রয়েছেন। তারা প্রয়োজনীয় খাদ্য, ওষুধ, রান্নার সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী নিয়ে গেছেন।
ত্রাণের মধ্যে রয়েছে ৮ টন শুকনো খাবার, ২.৫ টন বিশুদ্ধ পানি, ৪ টন ওষুধ, ১ টন স্বাস্থ্যসামগ্রী ও ১.৫ টন ত্রাণ তাবু।
এর আগে, রোববার প্রথম দফায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে মিয়ানমারে ত্রাণ পাঠানো হয়। সেখানে একটি মেডিকেল টিম, তাবু, ওষুধ এবং শুকনো খাবার অন্তর্ভুক্ত ছিল।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায়, ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৭১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪,৫২১ জন এবং নিখোঁজ রয়েছেন ৪০০ জনের বেশি।
ভূমিকম্পের কেন্দ্র ছিল মান্দালয়ের কাছাকাছি। ক্ষয়ক্ষতি হয়েছে মান্দালয়, সাগাইং, ইয়াঙ্গন ও রাজধানী নেপিদোতেও।