Logo
Logo
×

সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০১:১০ পিএম

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেবেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।  

রোববার (৩০ মার্চ) প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, ঈদের দিন বিকেল ৪টায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।  

শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সোমবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।  

ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষ অংশ নেবেন।  

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এই জামাতের ইমামতির দায়িত্ব পালন করবেন, আর ক্বারী হিসেবে থাকবেন মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।  

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে প্রধান জামাতের জন্য প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করেছে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নজরদারি চালাচ্ছে এবং শীর্ষ কর্মকর্তারা সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করে আশ্বস্ত করেছেন।  

তবে, আবহাওয়া প্রতিকূল হলে বা অন্য কোনো কারণে ঈদগাহে জামাত সম্ভব না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন