Logo
Logo
×

সংবাদ

রেলে টিকিট কালোবাজারির সাহস পায়নি কেউ: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১২:৫১ পিএম

রেলে টিকিট কালোবাজারির সাহস পায়নি কেউ: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদুল ফিতরকে কেন্দ্র করে রেলওয়ের টিকিট কালোবাজারির কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, "প্রতি বছর ঈদযাত্রায় টিকিট কালোবাজারির চক্র সক্রিয় হয়ে ওঠে, যেখানে রেলওয়ের কিছু অসাধু ব্যক্তিও জড়িয়ে পড়ে। তবে এবার কঠোর নজরদারির ফলে কেউ কালোবাজারিতে জড়ানোর সুযোগ পায়নি, ফলে যাত্রীদের কোনো দুর্ভোগ পোহাতে হয়নি।"

সড়কে চাঁদাবাজির প্রসঙ্গে তিনি আরও বলেন, "আগে পথে পথে গাড়ি থামিয়ে চাঁদাবাজি হতো, কিন্তু এবার সেই চিত্র দেখা যায়নি। কেউ এ ধরনের অনিয়ম করার সাহস পায়নি। আইনশৃঙ্খলা বাহিনীও যথাযথভাবে দায়িত্ব পালন করছে, যার ফলে এবারের ঈদযাত্রা বেশ ইতিবাচকভাবেই এগোচ্ছে।"

পরিদর্শনকালে রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন