Logo
Logo
×

সংবাদ

ড. ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা সারজিস আলমের

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০১:৪৫ পিএম

ড. ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা সারজিস আলমের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য দেখতে চান—এমন আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।

শনিবার (২৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সেই পোস্টে তিনি লেখেন, ‘আমি আজীবন চাইব, বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাঁচ বছরের জন্য স্টেটসম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে দেখতে।’

প্রসঙ্গত, ড. ইউনূস সম্প্রতি চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন এবং সেখানে বক্তৃতা দিয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে পিকিং বিশ্ববিদ্যালয়ের এক আয়োজনে যোগ দেন প্রধান উপদেষ্টা, যেখানে তাকে এই সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন