অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। ডিগ্রি প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন।
শনিবার সকাল ১০টায় পিকিং বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অধ্যাপক ইউনূসকে এই সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন দিগন্ত
এর আগে শুক্রবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়। বেইজিংয়ের ঐতিহ্যবাহী গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নসহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আলোচনা হয়।
অধ্যাপক ইউনূস বৈঠকে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের সক্রিয় ভূমিকার আহ্বান জানান। অন্যদিকে, সি চিন পিং বাংলাদেশে চীনের বিনিয়োগ সম্প্রসারণ এবং উৎপাদন কারখানা স্থানান্তরের জন্য চীনা উদ্যোক্তাদের উৎসাহিত করার প্রতিশ্রুতি দেন।
বৈঠকের পর দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। একইসঙ্গে, দ্বিপক্ষীয় সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে পাঁচটি বিশেষ ঘোষণা দেওয়া হয়েছে।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শনিবার দেশে ফেরার কথা রয়েছে।