মিরপুরে জুলাই শহীদ পরিবারের খোঁজ খবর ও ঈদ উপহার দিলো এনসিপি

খোঁজ-খবর নিতে এক শহীদ পরিবারের বাসায় এনসিপির নেতৃবৃন্দ। ছবি: সংগৃহীত
মিরপুরে জুলাই শহীদ পরিবারের সদস্যদের বাসায় শুভেচ্ছা বিনিময় ও সার্বিক খোঁজ খবর নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার (২৮ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ছয়জন শহীদ পরিবারের বাসায় শুভেচ্ছা বিনিময় করে এনসিপির প্রতিনিধিদল।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের নেতৃত্বে প্রতিনিধিদল শহীদ পরিবারের সদস্যদের সার্বিক খোঁজ খবর ও ঈদ উপহার পৌঁছে দেন।
এদিন, মিরপুরের ইস্টার্ন হাউজিংয়ের শহীদ মমিন ইসলাম, শহীদ দেলোয়ার হোসেন, দুয়ারিপাড়ার শহীদ বাবুল আক্তার, রূপনগরের শহীদ সাকিব ও মিরপুর ৬-এ শহীদ মিরাজের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির প্রতিনিধিদল।
শহীদ মিরাজের মা এসময় কান্নায় ভেঙে পড়েন বলেন, ‘আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, সন্তান যার হারায় সেই বুঝে এর কষ্ট, পুরো রমজানে রাতে আমি ঘুমাতে পারিনি, সামনে আর কেউ যেন হাসিনার মতো এরকম মানুষ না মারে, প্রয়োজনে আমরা মায়েরা সামনে যাব তবুও সন্তানদের হারাতে চাই না।’
রূপনগরের শহীদ সাকিবের বোন বলেন, ‘আপনাদের আমার মা দেখলে ভালো হতো, আমার মা স্বাভাবিক হতে পারছেন না, গ্রামের বাড়ি খুলনার সোনাডাঙ্গা উপজেলায় নিজ বাড়িতে সারাক্ষণ সাকিব বলে ডাকাডাকি করেন, স্বাভাবিক থাকতে পারছেন না।’
ইস্টার্ন হাউজিংয়ে ভাড়া বাসায় থাকেন শহীদ দেলোয়ারের পরিবার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন তিনি। তিনি শহীদ হওয়ায় ছোট তিন সন্তান নিয়ে বিপাকে আছে পরিবারটি। সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পরিবারটি। শহীদ দেলোয়ারের স্ত্রী বলেন, ‘আমার প্রতিবেশী সন্তানদের বাবা বলে ডাকতে দেখলে আমার সন্তানরা বাসায় এসে মন খারাপ করে।’
দুয়ারিপাড়ার শহীদ বাবুল আক্তারের পরিবারও অসহায় জীবন কাটাচ্ছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবুল শহীদ হওয়ায় এখন পরিবারটি আর্থিক সংকটে পড়ছে।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘জুলাই আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেকহোল্ডার হলো শহীদরা। তারা জীবন উৎসর্গ করে খুনি হাসিনাকে পালাতে বাধ্য করেছে। সরকারকে অতিদ্রুত শহীদ পরিবারের পুনর্বাসন করতে হবে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার করতে হবে। আমরা শহীদদের জন্য দোয়া করি। মিরপুরের প্রতিটি থানায় পল্লবী, রূপনগর, শাহ আলী, দারুসসালাম, মিরপুর মডেলে শহীদ ও আহত পরিবারের জন্য দোয়া অনুষ্ঠান হয়েছে। এখন আমরা সরাসরি তাদের বাসায় গিয়ে সার্বিক খোঁজ খবর নিচ্ছি।’
এ সময় এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমরান নাঈম, বিভিন্ন থানা প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থানা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।