কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে সিলভিয়ার নিয়োগ বাতিল

আফরোজ পারভীন সিলভিয়া। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী আফরোজ পারভীন সিলভিয়াকে নিয়োগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তা বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার বিতর্কের মুখে এই নিয়োগ বাতিল করলো সরকার।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সিলভিয়াসহ চারজনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। এরপর তার নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। পরে আজ শুক্রবার (২৮ মার্চ) তার নিয়োগ বাতিলের কথা জানায় সরকার।
বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা আফরোজ পারভীন সিলভিয়াকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেত্রী হিসেবে উল্লেখ করেন এবং তার নিয়োগ বাতিলের দাবি তোলেন।
কেউ কেউ আওয়ামী লীগপন্থী আইনজীবীদের বিভিন্ন কর্মসূচিতে সিলভিয়ার অংশ নেওয়ার ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।