Logo
Logo
×

সংবাদ

টিএনজেড গ্রুপের শ্রমিকরা জানালেন

বকেয়া ১৭.৭৮ কোটি টাকা, পরিশোধ মাত্র ১.০৫ কোটি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৭:২১ পিএম

বকেয়া ১৭.৭৮ কোটি টাকা, পরিশোধ মাত্র ১.০৫ কোটি

সংবাদ সম্মেলন চলাকালীন একটি চিত্র। ছবি: সংগৃহীত

টিএনজেড গ্রুপের মালিকানাধীন তিনটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা জানিয়েছেন, তাদের মোট ১৭.৭৮ কোটি টাকা বকেয়া বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পাওনা রয়েছে। তবে গতকাল (২৭ মার্চ) তাদের মাত্র ১.০৫ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

আজ শুক্রবার (২৮ মার্চ) বিকালে শ্রম ভবনে এক সংবাদ সম্মেলনের পর শ্রমিকদের পক্ষ থেকে জারি করা এক সংবাদ বিবৃতিতে পাওনার এই হিসাব তুলে ধরা হয়।

এর আগে, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন গতরাতে (বৃহস্পতিবার) এক ঘোষণায় জানান, টিএনজেড গ্রুপের অসন্তুষ্ট শ্রমিকদের পাওনা পরিশোধে অ্যাপারেল ইকো প্লাস লিমিটেডের কারখানার যানবাহন বিক্রি করা হয়েছে। উপদেষ্টার দাবির পর শ্রমিকেরা সংবাদ সম্মেলন করার ঘোষণা দেন।

উপদেষ্টার ঘোষণার নিন্দা করে শ্রমিকরা বলেন, টিএনজেড অ্যাপারেলস লিমিটেড, অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড এবং অ্যাপারেল আর্ট লিমিটেডের শ্রমিকরা বকেয়া পাওয়ার আশায় পাঁচ দিন ধরে শ্রম ভবনে অবস্থান করছেন।

টিএনজেড গ্রুপের কর্মীদের পক্ষে মো. শহীদুল ইসলাম, রেখা আক্তার তিন্নি এবং মো. শাহীন আলম স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে বলা হয়, ‘শ্রমিকদের আজ পাঁচদিন ধরে ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই। এভাবে দিনের পর দিন বসে থেকে শ্রমিকদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। পরিবার-পরিজন আমাদের দিকে তাকিয়ে আছে, ইদের বেতন বোনাস পেলে আমরা বাড়ি গিয়ে ইদ করব।’ 

বিবৃতিতে আরও জানানো হয়, টিএনজেড অ্যাপারেলের শ্রমিকদের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বকেয়া বেতন ৬.৯৪ কোটি টাকার বেশি, আর বকেয়া ঈদ বোনাস ১.৬৯ কোটি টাকার বেশি।

অ্যাপারেল ইকো প্লাস লিমিটেডের ৮২৬ জন কর্মীর জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও অন্যান্য ভাতা মিলিয়ে ৬.৭৫ কোটি টাকা পাওনা রয়েছে। তবে গতকাল তাদের মাত্র ১.০৫ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

অন্যদিকে, অ্যাপারেল আর্ট লিমিটেডের ২৪০ জন শ্রমিকের তিন মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও অন্যান্য ভাতা বাবদ ২.০৪ কোটি টাকা বকেয়া রয়েছে।

টিএনজেড গ্রুপের শ্রমিকরা সরকারের ভূমিকার সমালোচনা করে বলেন, ‘একদিকে সরকার শ্রমিকদের আন্দোলনকে উসকানি হিসেবে অভিহিত করছে, আবার শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার দিনের পর উপেক্ষা করছেন।’

তারা আরও বলেন, ‘এই অবস্থায় ঈদের বোনাসসহ বকেয়া পাওনা না পেলে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। ঈদের আগে আমাদের পাওনা দেওয়া না হলে প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের [দাবি] তুলে ধরার জন্য যাব।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন