ব্যাংককে বিমসটেক সম্মেলনে মোদি-ইউনূস বৈঠক হচ্ছে না

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মোদি শুধুমাত্র থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার সঙ্গে বৈঠক করবেন।
বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে মোদি-ইউনূস বৈঠকের জন্য অনুরোধ জানালেও ভারত তাতে সাড়া দেয়নি। ৩ এপ্রিল মোদি থাইল্যান্ড সফর শেষে ৪-৬ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যাবেন।
সরকারি সূত্র বলছে, সম্মেলনে সৌজন্য বিনিময় হলেও কোনো আনুষ্ঠানিক বৈঠক হবে না। ক্ষমতা গ্রহণের আট মাস পরও দুই নেতা মুখোমুখি হননি, যদিও মোদি ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন, ভারত বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গেই দ্বিপাক্ষিক বৈঠক করবে।
বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ সংগঠনের পরবর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেবে। সম্মেলনের মূল আলোচনা হবে আঞ্চলিক বাণিজ্য, নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন নিয়ে। বিমসটেকের সদস্যদেশ হলো বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মিয়ানমার ও থাইল্যান্ড।