Logo
Logo
×

সংবাদ

সারাদেশে ভূকম্পন, উৎপত্তিস্থল মিয়ানমার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০১:৩৪ পিএম

সারাদেশে ভূকম্পন, উৎপত্তিস্থল মিয়ানমার

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার দুপুর ১২টা ২৫ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৩, যার কেন্দ্র ছিল মিয়ানমারের মান্দালয়ে। ঢাকা থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব প্রায় ৫৯৭ কিলোমিটার। এ ধরনের ভূমিকম্প সাধারণত বড় ধরনের কম্পন হিসেবে বিবেচিত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির প্রকৃত মাত্রা ছিল ৭.৭ এবং এর কেন্দ্র মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর–উত্তরপশ্চিমে। কম্পনটির গভীরতা ছিল ১০ কিলোমিটার, যা তুলনামূলকভাবে ভূপৃষ্ঠের কাছাকাছি হওয়ায় বেশি শক্তিশালীভাবে অনুভূত হয়েছে।

এই ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। তবে দেশব্যাপী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন