Logo
Logo
×

সংবাদ

সময়মতো ট্রেন, যাত্রীদের স্বস্তি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১১:১০ এএম

সময়মতো ট্রেন, যাত্রীদের স্বস্তি

একসময় নির্ধারিত সময়ের পর ট্রেনের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো যাত্রীদের। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে চিত্র। এখন ট্রেনই অপেক্ষা করছে যাত্রীদের জন্য। নির্ধারিত সময়ের আগেই প্ল্যাটফর্মে ট্রেনের রেক এনে রাখা হচ্ছে, যাতে যাত্রীরা নির্ধারিত সময়েই ট্রেনে উঠতে পারেন। এমন শৃঙ্খলিত সময় ব্যবস্থাপনা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যাত্রীরা।

শুক্রবার (২৮ মার্চ) ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে এমনই চিত্র দেখা গেছে। স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মেই ট্রেনের রেক রাখা আছে, কোথাও অতিরিক্ত রেকও মজুত রাখা হয়েছে। নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাচ্ছে, আর প্ল্যাটফর্ম খালি হলে সঙ্গে সঙ্গে সেখানে পরবর্তী ট্রেনের রেক এনে রাখা হচ্ছে বা ফিরতি ট্রেনের জন্য জায়গা প্রস্তুত রাখা হচ্ছে।

যাত্রীদের অভিজ্ঞতা

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এতটা নিয়ম মেনে ট্রেন চলাচল করার দৃশ্য তারা আগে খুব কমই দেখেছেন। গত বছর কিছুটা পরিবর্তন দেখা গেলেও আগের মতো শিডিউল বিপর্যয়ে দুর্ভোগ পোহাতে হয়নি এবার। নির্ধারিত সময় মেনে ট্রেন চলায় ঈদযাত্রা এবার অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে।

সঠিক সময়ে ট্রেন ছাড়ার নিশ্চয়তা

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানিয়েছেন, ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৩টি আন্তঃনগর ট্রেন নির্ধারিত সময়েই স্টেশন ছেড়েছে। ট্রেনের শিডিউল মেনে চলার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে যাত্রীদের কোনো দুর্ভোগ না হয়।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে দেশের রেল যোগাযোগ ব্যবস্থা। ট্রেনের সঠিক সময়ে চলাচল নিশ্চিত হওয়ায় যাত্রীদের স্বস্তি যেমন বেড়েছে, তেমনি ঈদযাত্রাও এবার হয়ে উঠেছে অনেক আনন্দময়।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন